ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ১১:২৪ পিএম


loading/img

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আয়োজনের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করে। 

নতুন এই দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী। তিনি আগে গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

ড. আব্দুল মালেক ফরাজী বলেন, দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করবো না।

অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করে গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান বলেন, চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্রব্যবস্থার আমূল বদলে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী, শক্তিমান ও প্রগতিশীল হয়ে উঠবে। আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব।

বিজ্ঞাপন

oo

দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন– বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।

নতুন দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ মিয়াজী বলেন, এখনো তাদের দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে দেশে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ৪৯টি দল আছে। নিবন্ধন ছাড়া মোট কতটি দল আছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |