ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় ‘স্প্রাইট’ মাটিতে ফেলে দেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলি সবধরনের পণ্য বর্জনের ডাক দেন তিনি। পরে টেবিলে রাখা কোমল পানীয় ‘স্প্রাইট’ মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান আমিনুল হক।
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আহ্বানও জানান তিনি। এ ছাড়া দেশের রাজনীতি নিয়েও কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এ আহ্বায়ক।
এ সময় ইসরায়েলবিরোধী প্রতিবাদের সঙ্গে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন।
আরটিভি/এফএ