শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক

আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৫:৪০ পিএম


শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক
ফাইল ছবি

শপথ চেয়ে হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 

বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদের প্রেক্ষিতে রোববার (২৫ মে) বিকেলে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

এতে বলা হয়, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো কিছু হয়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission