বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ  

বড় পর্দায় ১২ স্থানে খেলা দেখার সুযোগ করে দিলেন আমিনুল হক 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৯:০৪ পিএম


বড় পর্দায় ১২ স্থানে খেলা দেখার সুযোগ করে দিলেন আমিনুল হক 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যখন ক্রীড়ামোদী মানুষের মধ্যে উত্তেজনা চরমে, ঠিক তখনই ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) জনগণের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবেক সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিজ্ঞাপন

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সাধারণ মানুষ যেন একত্রে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে রূপনগর ও পল্লবীর ১২টি স্থানের বড় পর্দায় সরাসরি খেলা সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

খেলা দেখার স্থানসমূহ: রূপনগরের ঘরোয়া মোড়, দুয়ারীপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনী মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ – ই ব্লক মোড়, লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়),  আলুবদি পুরাতন স্ট্যান্ড, আমতলা ও  বায়তুল আমান জামে মসজিদ (১১/সি, পল্লবী)।

দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন একটু একটু করে বাস্তবায়নের পথে এবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে হামজা, সমিত সোমদের পেয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন সমর্থকরা। দলের লক্ষ্য, হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এশিয়ান কাপের মূল পর্বের দিকে আরেকটু এগিয়ে যাওয়া।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission