সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রি‌পোর্ট: হাছান মাহমুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৮ মে ২০১৮ , ০৬:২৩ পিএম


সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রি‌পোর্ট: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচন ও জাতীয় সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রিপোর্ট প্রকাশ করে।

বিজ্ঞাপন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কিছু মানুষ সব সময় সচেষ্ট থাকে। আবার কিছু প্রতিষ্ঠান আছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নস্যাৎ করার জন্য সচেষ্ট থাকে। অথচ যারা ১/১১ সরকারের পাশে দাঁড়িয়েছিল, যারা সামরিক সরকারের পাশে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট করে না, তাদের নিয়ে কোনো গবেষণা করে না। যারা দেশকে উন্নতির দি‌কে নি‌য়ে যাচ্ছে তাদের নি‌য়ে রিপোর্ট ক‌রে। আস‌লে তারা গণতন্ত্র ধ্বংস করার জন্য এ ধর‌নের রি‌পোর্ট ক‌রে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গতকাল বৃহস্পতিবার টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলেছে, ১০ম জাতীয় সংসদে নাকি কোরাম সংকটের কারণে ১৫২ ঘণ্টা ১৭ মিনিট সময় অপচয় হয়েছে। এতে খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। অথচ পৃথিবীর সব সংসদেই সময় অপচয় হয়। পার্শ্ববর্তী দেশ ভারতে আরও বেশি হয়। তাদেরকে আরও একটু বেশি গবেষণা করতে হবে। তাদের বলবো ভারত, ব্রিটেন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেন। তাদের সংসদে অপচয় আরও বেশি হয়। এই কথা নিয়ে রিপোর্ট প্রকাশের কারণ হচ্ছে সংসদকে প্রশ্নবিদ্ধ করা।’

খুলনা সিটি করপেরেশন নির্বাচন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের পূর্ণ সহযোগিতায় নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করেছে। আমি এই নির্বাচনে বিএনপিকে ধন্যবাদ জানাবো। কারণ এই নির্বাচনে তাদের উন্নতি হয়েছে। কারণ তারা এক লাখের বেশি ভোট পেয়েছে। তাদের প্রতি পরামর্শ হচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার কারণ চিহ্নিত করে আগামী সংসদ নির্বাচনের জন্য যাতে প্রস্তুতি নেয়।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission