ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাঁচদিনের রিমান্ডে নিপুণ রায়

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ , ০৫:২২ পিএম


loading/img

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিপুণ রায়কে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।

বিজ্ঞাপন

এসময় নিপুণের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুপুর ১২টার পর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

বিজ্ঞাপন

বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে।

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |