ঢাকা-৬ আসনে হারিকেন মার্কার প্রার্থী ববি হাজ্জাজ ১২ কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
রোববার সকালে তিনি কমিশনে এ অভিযোগ দেন।
ববি হাজ্জাজ অভিযোগ করেন, ঢাকা-৬ আসনে ১২টি কেন্দ্রে ভোট প্রদান করতে ভোটারদের বাধা দেয়া হচ্ছে।
তিনি এসব কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্র প্রধান ও আইন শৃঙ্খলাবাহিনীকে বারবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি দ্রুত এসব কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানান।
ববি হাজ্জাজ বর্তমানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে দলের নিবন্ধন না থাকায় ঢাকা-৬ আসনে তিনি প্রার্থী হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের মার্কা হারিকেন নিয়ে।
বহুল আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে ববি এক সময় ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এই এম এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন :
এসজে