• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সোমবার ১১৬ উপজেলায় নির্বাচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৯, ১২:৫০

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হয়েছে গতকাল শনিবার মধ্যরাতে। আগামীকাল সোমবার রংপুর, গাইবন্ধা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেটসহ ১৬ জেলার ১১৬ উপজেলায় ভোটগ্রহণ হবে। আজ রোববার ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া পার্বত্যাঞ্চলে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অস্থিরতার বিষয়টি আমলে নিয়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের ২৫ উপজেলার ভোটের মাঠে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এদিকে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং কক্সবাজার-৩ আসনের সরকারদলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭৭ প্রার্থী। ভাইস চেয়ারম্যান ৫৩৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন লড়াই করছেন। ২৩ চেয়ারম্যান, ১৩ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচন বিএনপি বর্জন করলেও প্রার্থী ও ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ লড়াই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক চিঠিতে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে এলাকা ছাড়তে বলা হয়।

------------------------------------
আরো পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত
------------------------------------

একই ধরনের অভিযোগে অপর একটি চিঠিতে কক্সবাজার-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে রোববার বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে আচরণবিধির সংশ্লিষ্ট বিধানগুলো উল্লেখ করে বলা হয়েছে- ‘আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা গাইবান্ধা ৫-এর আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে প্রচারসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

চিঠিতে বলা হয়-‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন, তাই আপনাকে গাইবান্ধা ৫-এর আওতাধীন নির্বাচনী এলাকা ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে ত্যাগ করতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নির্বাচনী এলাকার আওতাধীন ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের ভোট আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে ইসির পাঠানো চিঠিতে রোববারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার
রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি
বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’