• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

পাবনায় চেয়ারম্যান হলেন যারা

পাবনা প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৯, ১৪:১২

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার নয়টি উপজেলার ছয়টিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে পাবনা সদর উপজেলায় মোশারোফ হোসেন ও সুজানগর উপজেলায় শাহীনুজ্জামান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

গতকাল সোমবার পাবনার সাতটি উপজেলায় নির্বাচন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন-

ঈশ্বরদী: ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস (নৌকা) ৪১,৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান মিন্টু (আনারস) পেয়েছেন ১৯,২৩৭ ভোট।

------------------------------------------------------------
আরও পড়ুন : বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা
-------------------------------------------------------------

আটঘরিয়া: এ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম (মোটরসাইকেল) ২৭,১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য ইশারত আলী স্বতন্ত্র (আনারস) পেয়েছেন ১৬,২৪৬ ভোট।

চাটমোহর: এ উপজেলায় পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবদুল হামিদ মাস্টার (ঘোড়া) ৪২,৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) পেয়েছেন ৩৮,১১০ ভোট।

ভাঙ্গুড়া: এ উপজেলায় পাবনা জেলা আওয়ামী লীগের মো. বাকিবিল্লাহ (নৌকা) ৩৫,৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মন্টু (লাঙ্গল) পেয়েছেন ২,৩৪৯ ভোট।

ফরিদপুর: এ উপজেলায় গোলাম হোসেন গোলাপ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৫,৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান (নৌকা) পেয়েছেন ১৪,০৫৯ ভোট।

বেড়া: এ উপজেলায় আওয়ামী লীগের আব্দুল কাদের (নৌকা) ৩১,২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন (আনারস) পেয়েছেন ১৪,২৪০ ভোট।

সাঁথিয়া: এ উপজেলায় আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার (নৌকা) ৪৭,৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আবু তালেব প্রামাণিক (ঘোড়া) পেয়েছেন ১০,৫৭৩ ভোট।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
ছাত্র-জনতার তোপের মুখে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
নলছিটিতে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে