• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

সংসদে না এলে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না: তোফায়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৯, ১৯:৩৮

বিএনপি সংসদে না এলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই বিএনপির সদস্যদের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। পরিবারের সদস্য ছাড়া কাউকেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর ছেলে বিশ্বাস করেন না। বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

রোববার ভোলা শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে শ্রমিক লীগ সদর ও পৌর শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল কাদের অসুস্থ হয়ে সিঙ্গাপুরে রয়েছেন। তার অবর্তমানে দলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন। কিন্তু খালেদা জিয়া জেলে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে, যিনি লন্ডনে রয়েছেন। পরিবারের সদস্য ছাড়া আর কাউকে খালেদা জিয়া এবং তার ছেলে বিশ্বাস করেন না।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়াসহ পৃথিবীর সব দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন। বিএনপি চেষ্টা করেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে পারেনি।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন
রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কবে, জানা গেল
বর্তমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন: ফখরুল