ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কোহেলিকে স্মিথদের অধিনায়ক করলো অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ , ১০:৩২ এএম


loading/img

কয়েকদিন আগে বর্ষসেরা ওয়ানডে টিম ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহেলিকে। অথচ তিনি ভারতীয় ওয়ানডে দলেরও অধিনায়ক নন। ২০১৬ সালে মাত্র ১০টি ওয়ানডে খেলেছেন বিরাট। আর তাতেই মুগ্ধ অস্ট্রেলীয় বোর্ড। তাই সেরা একাদশে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ থাকা সত্ত্বেও কোহেলিকে দলনেতা করায় প্রশ্নও ওঠছে।

বিজ্ঞাপন

তবে এর ব্যাখ্যা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে বলা হয়েছে, বিরাট এ বছর মাত্র ১০টি ওয়ানডে খেললেও এ ফর্ম্যাটে তিনি যে অন্যতম সেরা, তার প্রমাণ দিয়েছেন। ১০টির মধ্যে আট ইনিংসে তিনি ৪৫ বা তার বেশি করেছেন। ভারতের হয়ে সফল রান তাড়া করতে নেমে ৫৯ ম্যাচে তার গড় ৯০.১০, যা অবিশ্বাস্য। এর মধ্যে ২০ বার বিরাট নিজেই উইনিং শট নিয়েছেন।

শুধু তাই নয়, গেলো জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৮৯ সফলভাবে তাড়া করতে গিয়ে ১৫৪ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলেছেন। যা দলীয় স্কোরের অর্ধেকেরও বেশি রান।

বিজ্ঞাপন

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে দল
বিরাট কোহেলি (ভারত, অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), জন হেস্টিংস (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)।

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |