• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩
গিয়াস উদ্দিন আল মামুন
গিয়াস উদ্দিন আল মামুন ।। ফাইল ছবি

মায়ের মৃত্যুতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন অর্থ পাচার মামলায় দণ্ডিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।

মামুনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের জানাজায় অংশ নেয়ার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারলে মুক্ত থাকবেন তিনি।

গিয়াস উদ্দিন আল মামুনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম।

তিনি জানান, প্যারোলের শর্ত অনুযায়ী নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না গিয়াস আল মামুন। তাকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হবে। প্যারোলের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারাগারে নিয়ে আসা হবে।

জানা যায়, ১২ বছর ধরে কারাগারে থাকা মামুন প্যারলে মুক্ত হয়ে রাজধানীর শুক্রাবাদের বাসায় যাবেন। শুক্রাবাদ জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনটি করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি।

ওই আবেদনে বলা হয়, গিয়াসউদ্দিন আল মামুনের মা ২৫ সেপ্টেম্বর, বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এর আগে গত ১০ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়