• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সন্ত্রাসী দলের যোগ্য নেতা তারেক রহমান : হানিফ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ১৯ নভেম্বর ২০১৯, ১২:৩৮
সন্ত্রাসী দল তারেক রহমান হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, তারেক রহমান রাজনৈতিক দলের নয়, সন্ত্রাসী দলের যোগ্য নেতা। তারেক রহমান এ দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। সে যদি কোনো দলের নেতা হয় তবে শংকিত হতে হয়। তাই বিএনপিকে রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল বলাই উত্তম।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রাণ ফিরে পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে শহর আওয়ামী লীগের নির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি সন্ত্রাসী আদর্শে দল পরিচালিত করতে চায় তবে তারেক রহমান তাদের যোগ্য নেতা। কিন্তু দেশের মানুষ তার নেতৃত্ব দেখতে চায় না।

হানিফ আরও বলেন, বেগম খালেদা জিয়াকে পরাজিত করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ গণমানুষের দল। তাই বেগম জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ হারিয়ে যেত এমন কথা যারা বলেন, তাদের চিন্তা চেতনা নিয়ে জনমনে সন্দেহ আছে।

এসময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নতুন সভাপতি তাইজাল আলী খান ও নতুন সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের ২১টি ওয়ার্ডের নতুন সভাপতি সম্পাদক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান