• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পাকিস্তানের সামরিক সরকারের চাইতে এই সরকার ভয়াবহ: গয়েশ্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৯, ১৫:০৪

পাকিস্তানের সামরিক সরকারের চাইতে এই সরকার ভয়াবহ। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনও নজির নেই। তাই আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে হটানো সম্ভব, গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। খালেদা জিয়ার মুক্তি মানেই ১৬ কোটি মানুষের মুক্তি। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, গ্রেপ্তারের ভয়ে আন্দোলন করবো না, এ সিদ্ধান্ত ভুল। আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ হবেই। দেশে নীরব অভাব চলছে। সবকিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে। জনগণ অতি কষ্টে আছেন।

গয়েশ্বর বলেন, এ সরকার অগণতান্ত্রিক ও অবৈধ। আমরা এখনো দেশকে পুরোপুরি স্বাধীন করতে পারিনি। তা না হলে এখানে মানববন্ধনে দাঁড়াতে হতো না। গেলো ৩০ ডিসেম্বর ৩০০ আসনে কেউ জয়লাভ করেনি, পরাজিতও হয়নি। কারণ জনগণ ভোট না দিলে জয় পরাজয় নির্ধারিত হয় কিভাবে। এটা ছিলো একটা প্রহসনের নির্বাচন।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া
‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
সড়ক ঘেঁষে কাঁটাতারের বেড়া, ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন