ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন সেই রিফাত রশিদ 

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশের একদিন পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ। তবে ঠিক এর একদিন পরেই নতুন আত্মপ্রকাশ হওয়া দল জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এক ফেসবুক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করে লেখেন, আলহামদুলিল্লাহ, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।

এর আগে, সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। 

বিজ্ঞাপন

এরও আগে, বুধবার আত্মপ্রকাশ করা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদের নাম দেখা যায়। এর একদিন পর বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |