ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ফিনল্যান্ডে উদযাপন করা হলো ‘বসন্ত উৎসব’

জাবেদ ইকবাল, ফিনল্যান্ড

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:১৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শুধু যে দেশে বসন্ত উৎসব তা নয়, এবার দেশের গণ্ডি পেরিয়ে বসন্ত উৎসব পালন করা হয়েছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির কনতুলাতে।

বিজ্ঞাপন

গত ১৮ ফেব্রুয়ারি ‘দ্য গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বসন্ত মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরুল আলম স্বপন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজ আলম, জান্নাতুল জিমি ও জায়না মাহফুজ।

বিশেষ অতিথি ছিলেন ফিনল্যান্ডের কেরাভা সিটির কাউন্সিলর শামসুল আলম। বিদেশের মাটিতে বর্তমান প্রজন্মকে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টানা এক সপ্তাহ রিহার্সালের মাধ্যমে অনুষ্ঠানে নাচ-গান,  দলীয় সংগীত, আবৃত্তি ও কৌতুক নিয়ে সাজানো হয় অনুষ্ঠান।

বিজ্ঞাপন

রোববার ছুটির দিন থাকায় ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা সপরিবারে দেখতে আসেন এই অনুষ্ঠান। পুরো হলরুম কানায় কানায় ভরে ওঠে। ক্ষণিকের জন্য মনে হয়েছে এ যেন এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে আয়োজক সাব্বির আলম আরটিভিকে জানান, ফিনল্যান্ডে বেড়ে ওঠা শিশুরা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানে না। তাদের জন্য বাংলাদেশের সংস্কৃতি কেমন, তা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এ ছাড়া অনুষ্ঠানে হরেক রকমের বাংলাদেশি মুখোরোচক খাবারের স্টল দেওয়া হয়; যাতে ছিল মিষ্টি-ঝাল জাতীয় খাবার, ফুচকা চটপটি ও অন্যান্য পানীয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |