আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাস চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস ইন রোমানিয়ার রাষ্ট্রদূত এইচ ই মিস. শাহনাজ গাজী, শ্রমকল্যাণ উইং প্রধান মো. মোহসিন মিয়া, দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ উপলক্ষে দূতাবাস আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রোমানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া-এর সম্মানিত সভাপতি মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল সরদার, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, নাজিম উদ্দিনসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ, রোমানিয়া ও শ্রীলঙ্কার অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন দূতাবাসের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলা ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব আজ সারাবিশ্বে স্বীকৃত, যা বাংলাদেশের জন্য গৌরবের।
আরটিভি/ডিসিএনই-টি