বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরওয়ার এনডিসি দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।
এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ারের সভাপতিত্বে এবং তৃতীয় সচিব মামুনুর রশীদ তালুকদারের সঞ্চালনায় দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরওয়ার বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার মাইলফলক। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে, যা আমাদের গর্বের বিষয়।
তিনি বলেন, আমাদের মাতৃভাষার পাশাপাশি বহুভাষা শিক্ষার প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। তবে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বাংলা ভাষা চর্চায় আমাদের আরও মনোযোগী হতে হবে। প্রবাসে থেকেও আমাদের ভাষা ও সংস্কৃতিকে সমুন্নত রাখতে হবে।
রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনের আইনকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান এবং দেশের ভাবমূর্তি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
আরটিভি/আরএ