ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

তারাবি পড়াতে সৌদি আরবে আরটিভির আলোকিত কোরআনের প্যানেল বিচারক

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৯ পিএম


loading/img
হাফেজ আহমাদ

তারাবির নামাজ পড়াতে সৌদি আরবের রিয়াদে গেছেন আরটিভির আলোকিত কোরআনের প্যানেল বিচারক হাফেজ আহমাদ। 
 
বাংলাদেশের হাফেজদের বিদেশের মাটিতে আলাদা গুরুত্ব রয়েছে। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়ান বাংলাদেশের অনেক হাফেজরা। তার ধারাবাহিকতায় এবারও বাইরের অনেক দেশে তারাবির নামাজ পড়াবেন বাংলাদেশের হাফেজরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি হাফেজরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দেশের লাল-সবুজের পতাকাকে সমুন্নত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিকাল ৪টায় বাংলাদেশ থেকে তারাবিহ নামাজ পড়াতে রিয়াদের উদ্দেশে রওনা হন হাফেজ আহমাদ। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের সফল উস্তাদ শায়েখ ক্বারি নাজমুল হাসানের ছাত্র।

এছাড়াও হাফেজ আহমাদ দেশের জনপ্রিয় টিভি চ্যানেলে আরটিভিতে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআনের জোন সমূহের অডিশনের বিচারকের দায়িত্ব পালন করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |