ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চাঁদ দেখা গে‌ছে, আশুরা ৬ জুলাই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৯:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে, মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।

বিজ্ঞাপন

আশুরার দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার পবিত্র আশুরা রোববার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, আশুরা শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামী ইতিহাসে নানা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। শিয়াপন্থিরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।

কারবালা প্রান্তরে মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |