ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা 

আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৮:০৩ পিএম


loading/img
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা, ছবি : সংগৃহীত

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে আগামী এডুকেশন ফাউন্ডেশন। শনিবার অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছে আগামী পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মেলার এই বছরের নির্ধারিত থিম ছিল 'Celebrating Women in STEM'। ভার্চুয়াল প্লাটফর্মে সকাল ১১টায় শুরু হওয়া মেলাটি চলে দুপুর ১টা পর্যন্ত। করোনাভাইরাস মহামারির কারণে মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আগামী এডুকেশন ফাউন্ডেশনের ফেসবুক পেজ এবং আগামী ইনকর্পোরেটেড এর (মার্কিন যুক্তরাষ্ট্র) ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ বিজ্ঞানীরা এই মেলার মূল্যায়নকারী হিসেবে অংশ নেন।

আয়োজকেরা জানান, আগামী ফাউন্ডেশনের বিজ্ঞান শিক্ষা উদ্যোগ ‘লাইফ ইজ ফান’ এর অধীনে বর্তমানে আটটি বিদ্যালয়ের প্রাথমিক স্তরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে। প্রতিবছর এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ এবং তাদের উৎসাহ প্রদান করা হয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |