• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মঙ্গলে ১০ লাখ মানুষের বসতি গড়বেন মাস্ক!

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১
ইলন মাস্ক
ফাইল ছবি

মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়া নিয়ে বিস্তর গবেষণা চলছে বিগত কয়েক দশক ধরেই। এরপরও একজন মানুষও পাঠানো যায়নি এখন পর্যন্ত। তাই বলে মঙ্গল গ্রহে মানুষের বসতির সম্ভাবনা নিয়ে আগ্রহে ভাটা পড়েনি পৃথিবীবাসীর। আর সেই সম্ভাবনা ও স্বপ্নের পালে হাওয়া দিয়ে চলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

বছর দুয়েক আগে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগবে জানালেও এবার জানালেন, মঙ্গল গ্রহে বসতি স্থাপনে এত বছর অপেক্ষা নাও করতে হতে পারে বিশ্ববাসীকে। বললেন, আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের থাকার ব্যবস্থা করবেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক। লাল মাটির মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে চান জানিয়ে বলেন, ‘এক সময় এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু মঙ্গলে মানুষ থাকতে পারবে দীর্ঘদিন।’

এমন এক সময়ে ইলন মাস্ক এ কথা বললেন যখন তার প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। মূলত সামাজিক মাধ্যমে তোলা এসব প্রশ্নের উত্তরেই মঙ্গলে বসতি স্থাপনের কথা জানান মাস্ক। নিজের নতুন রকেটটিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

টুইটে মাস্ক বলেন, মঙ্গলে আমাদের উদ্দেশ্য সঠিকভাবে আমরা পূরণ করতে পারব। একদিন পরিস্থিতি এমন হবে, মঙ্গলে যাওয়া হয়ে যাবে পাশের দেশে ঘুরতে যাওয়ার মতো।

মঙ্গল গ্রহ নিয়ে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন মাস্ক। এবারের মন্তব্যের পর তার স্পেসএক্স কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহেই ইলন মাস্ক দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যে তার স্টারশিপ মঙ্গলে যেতে সক্ষম হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উৎক্ষেপণের ৮ মিনিট পর ভেঙে পড়লো ইলন মাস্কের স্টারশিপ
দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক
বিজ্ঞানীদের সতর্কতা ভেঙে মঙ্গলে ১০ লাখ বসতি গড়তে চান ইলন মাস্ক
কলা বেঁধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক, জানা গেল কারণ