ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৩ মে ২০২০ , ০৩:০৮ পিএম


loading/img
ইন্ডিয়া টাইমস থেকে নেয়া

করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে লকডাউন বলবৎ আছে। এ কারণে কমে গেছে বায়ুদূষণও। তাই এখন অনেক নক্ষত্রই আকাশে দৃশ্যমান হচ্ছে। এমনই এক বিরল দৃশ্য আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে। এদিন একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে। খবর ইন্ডিয়া টাইমসের।

বিজ্ঞাপন

গতকালই চাঁদের সঙ্গে দেখা গিয়েছিল জুপিটার গ্রহকে। এবার চাঁদের সঙ্গে দৃশ্যমান হবে লাল গ্রহ মঙ্গল। আকাশে অনেকটা পাশাপাশি দেখা যাবে এই দুই স্বর্গীয় বস্তুকে। তবে কাছাকাছি মনে হলেও আদতে চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটাই দূরত্ব থাকবে।

এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরে থাকবে। অন্যদিকে মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে অবস্থান করবে।

বিজ্ঞাপন

তবে চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ১৪ মে সূর্য ওঠার এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠলেই দেখা যাবে এই বিরল দৃশ্য। সেক্ষেত্রে দক্ষিণপূর্ব আকাশে নজর রাখতে হবে।

আর্থ স্কাইয়ের তথ্য মতে, সাম্প্রতিক দিনগুলোতে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এখন রাতের আকাশে অষ্টম উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |