• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর ডিপিএসের ভুয়া আইডি খুলে শিক্ষক নিবন্ধনের প্রশ্নফাঁসের গুজব

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৯:৪১
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে শিক্ষক নিবন্ধনের প্রশ্নফাঁসের গুজব উঠেছে। বিষয়টি নজরে আসার পর এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সতর্কবার্তা দিয়েছেন ইমরুল কায়েস।

শুক্রবার (১২ জুলাই) দেওয়া সতর্কবার্তায় ‘Engr Nazmul Sarkar’ নামে খোলা একটি আইডির স্ক্রিনশট যুক্ত করেছেন তিনি। তাতে দেখা যায়, আইডির প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা এম এম ইমরুল কায়েসের একটি ছবি ব্যবহার করা হয়েছে। এই আইডি থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে।

ওই আইডি থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ‘বিশেষ আপডেট... ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’

ইমরুল কায়েস জানিয়েছেন, ওই আইডিটি ভুয়া এবং তাতে প্রশ্নফাঁসের যে তথ্য ছড়ানো হয়েছে তা গুজব। তিনি লিখেছেন, ‘আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খোলা হয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, ‘শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো অভিযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে। আমাদের স্কুল পর্যায়ের পরীক্ষা সুষ্ঠুভাবে আজ সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুলাই) কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। সেখানেও প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।’

মন্তব্য করুন

Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএস প্রশ্নফাঁসকারীদের বিষয়ে যা বললেন সারজিস
আবেদ আলীসহ প্রশ্নফাঁসে জড়িতদের সম্পদের খোঁজে বিএফআইইউকে চিঠি
পিএসসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক
ফাঁস হওয়া প্রশ্নে উত্তীর্ণ কর্মকর্তাদের তালিকা প্রকাশে আইনি নোটিশ