• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শেখ হাসিনাকে নিয়ে সারজিস ও হাসনাতের ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০৭
ফাইল ছবি

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ জয়ে নিজেদের ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

ভিডিওতে তারা কৌশলে শেখ হাসিনার ‘চট করে দেশে ঢুকে পড়ার’ দলীয় কর্মীর সঙ্গে ফাঁস হওয়া ভাইরাল সেই কথাটিকেই নাটকীয়ভাবে তুলে ধরেছেন। এতে সমন্বয়কদের দেখে শেখ হাসিনাকে দেশে আসতে বলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পালানোর প্রতীকী গল্প তুলে ধরা হয়। ভিডিওটিতে সারজিস আলমের পাশে দেখা যায় আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেও।

ভিডিওতে দেখা যায় একজনকে কথা বলতে। তাকে বলতে শোনা যায়, আপা আমি সাদ্দাম বলতেছি, আপা। আমরা পঞ্চগড়ে, বর্ডারে আপা। আমাদের কাছে চার-পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপেলে আছে, দুই চার লাখ আওয়ামী লীগের আছে। আপা আপনি চট করে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই। একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি। একদম গাড়িটাড়ি, চট করে আসবেন ঢুকে পড়বেন...।

এরপর দেখা যায়, সারজিস ও হাসনাতসহ কয়েকজন একদিক থেকে হেঁটে আসছে এবং তাদেরকে দেখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকায় অভিনয় করা তরুণরা পালা পালা চিৎকার করে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।

এসময় একজনকে বলতে শোনা যায়, আপা আপনি আইসেননা আপা, যেখানে আছেন সেখানেই থাকেন আপা। সমন্বয়করা আসতেছে আপা, আপনি আইসেননা আপা, সবাই পালাইতেছে আপা, আপা…।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
যেখানেই সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব: সারজিস