মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাতের নিন্দা
ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার পর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ইবতেদায়ি শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনভাবেই কাম্য নয়।
এর আগে, এদিন দুপুরে রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণ ঘোষণাসহ ছয় দফা দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তারা সবাই ইবতেদায়ি শিক্ষক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন