ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আয়নাঘরের চেয়ারে আমাকেও বসানো হয়েছিল: রফিকুল মাদানি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৩৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম ইসলামি আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানি দাবি করেছেন তাকেও আয়নাঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তিনি এই দাবি করেন।

শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানি বলেন, এ ইলেক্ট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। কসম করে বললেও কাফফারা দিতে হবে না, এ চেয়ারের কারণে কাশিমপুর ২ এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি সে স্মৃতি শক্তি হারিয়ে পাগল হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকত। তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে!

রফিকুল ইসলাম মাদানি আরও বলেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। নড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতের ২ পাশ দেয়ালে লাগতো!

রফিকুল ইসলাম মাদানির করা এই মন্তব্যে এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওই ফেসবুক পোস্টে লেখেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। এমন সেল ছিল ৯ টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |