ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বক্সার সুরের প্রশংসা করে যা বললেন আশিক চৌধুরী

আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১২:৫৭ পিএম


loading/img
সংগৃহীত ছবি

বাংলাদেশের সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমার প্রশংসা করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো—

সুরের সঙ্গে আজকেই প্রথম দেখা। এসে বলল, আশিক ভাই আপনার সঙ্গে ছবি তুলব। আমি হতবাক। বেটা বলে কি! সে নিজে হচ্ছে স্টার; আমার চোখে অতিমানব। তার সঙ্গে ছবি তুলতে পেরে আমি আনন্দে রীতিমতো কাতর।

বিজ্ঞাপন

বাংলাদেশের বক্সিং চ্যাম্পিয়ন। শুধু তাই না, ইন্টারন্যাশনাল লেভেলে এখন সুর বেশ পরিচিত মুখ। ২২৫ নম্বর র‍্যাংকিং। সুরের একটা ঘুষি খেলে আমি, আপনি সবাই সোজা নক আউট হয়ে যাব। বুদ্ধিদীপ্ত চোখ। কিন্তু তার কথাবার্তা এমন অমায়িক যে শুনে মনে হতে পারে যে, সুর একজন ইভানজেলিস্ট।

সুরকে নিয়ে আমার গর্বের শেষ নেই। বক্সিং বিশ্বে বাংলাদেশের শক্ত খুঁটি এখন সুরের হাত ধরে। একটা মানুষ কি পরিমাণ প্যাশন আর ডেডিকেশন থাকলে বছরের পর বছর ধরে দাঁত কামড়ে বক্সিংয়ের মত কঠিন এবং বাংলাদেশি স্ট্যান্ডার্ড-এ আনকনভেনশনাল একটা স্পোর্ট করে যায়। সবাই মিলে এগিয়ে আসলে আর কর্তৃপক্ষ উৎসাহ যোগালে দেশের লাল সবুজকে তিনি একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |