ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের পথ সুগম করছে কে, প্রশ্ন জুলকারনাইনের

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ১১:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে সম্প্রতি রাজধানীতে কয়েকটি ‘ঝটিকা মিছিল’ মিছিল করেছে। এতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতকর্মীরাও অংশ নিয়েছেন। প্রকাশ্যে আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সদস্যরা কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছে। আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে?

বিজ্ঞাপন

গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ডিএমপি। এরপর অন্য কাউকেও ডিবিপ্রধান করা হয়নি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবারও রাজধানীর উত্তরায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানার লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা। 

বিজ্ঞাপন

মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একই দাবিতে যাত্রাবাড়ীতেও বিক্ষোভ মিছিল হয়েছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এ মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে ছাত্রলীগের ফেসবুক পেজে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |