ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প’ ভিডিও প্রচারে যা জানা গেল

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৫:৫৩ এএম


loading/img
মন্ত্রিসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

‘ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক।’ একটি ভিডিওতে কথাগুলো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।

রোববার (১১ মে) রাত ১১টা ১৭ মিনিটে ‘আমার দেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে এমন ক্যাপশন দিয়ে দাবি করা হয় যে ড. ইউনূসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

সেই পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। পরে অবশ্য তিনি সেটি মুছে ফেলেন।

494830125_1270179527901257_9186241626370214071_n-20250511204759

ভিডিওটি আসল কি না তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এরইমধ্যে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ডোনাল্ড ট্রাম্প ড. ইউনূসের প্রশংসা করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। 

বিজ্ঞাপন
Advertisement

তাদের ফেসবুক পেজে রোববার (১১ মে) মধ্যরাত ১টা ৫৭ মিনিটে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ছবি ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছে, ‘ড. ইউনূসের প্রশংসা করলেন ট্রাম্প শিরোনামে ভাইরাল ভিডিওটি ভুয়া/ এডিটেড। মূলত, ট্রাম্পের ভিন্ন এক বক্তব্যের ভিডিও এডিট করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।’

496006298_996998992418181_9203471689637262280_n

ফ্যাক্ট ডিটেক্টর নামে আরেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে জানিয়েছে, মূলত ড. ইউনূস সম্পর্কে এমন কিছুই বলেননি ট্রাম্প, উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ভিডিওটি ভুয়া।

তারা আরও জানায়, মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ভুয়া এবং ভিডিওটিতে থাকা ট্রাম্পের বক্তব্যটি কৃত্রিম (AI) উপায়ে তৈরি। অনুসন্ধানে এমন কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য মেলেনি, যা নিশ্চিত করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে এই ধরনের বিবৃতি দিয়েছেন বা তাকে তার বন্ধু বলে উল্লেখ করেছেন।

সংস্থাটি জানায়, প্রচারিত ভিডিওটি গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখের, যেখানে ট্রাম্পের মন্ত্রিসভা এবং তাদের প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া ট্রাম্পের বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের কাজের প্রশংসা করার বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার করা ‘আমার দেশ’ নামের ভুয়া একটি পেজ থেকে ছড়ানো ভিডিওটি ভুয়া ও ভিত্তিহীন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |