ঢাকা

শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হলো ২৫ বছরের নাগিনী, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ  

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১২:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্ষাকাল আসলেই প্রকাশ্যে সাপের আনাগোনা বেড়ে যেতে দেখা যায়। কারণ, বৃষ্টির পালি থেকে রক্ষা পেতে শুকনো আস্তানার খোঁজে এই সময় গর্ত ছেড়ে বের হয় বিভিন্ন প্রজাতির সাপ। সম্প্রতি ২৫ বছর বয়সী একটি সাপ ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পেড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মূরলী নামের একজন সাপ উদ্ধারকারী। উদ্ধার অভিযানের সেই রোমহর্ষক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে ৩ কোটির বেশি ভিউজ পেয়েছে।

জানা গেছে, মাত্র কিছুদিন আগে এমনই এক সাপ উদ্ধারের অভিযানে সাপের ছোবলে মারাত্মক জখম হয়েছিলেন মুড়লই। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে তিনি আবার সেই কাজেই ঝাঁপিয়ে পড়েছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভিডিওতে দেখা যাচ্ছে, ২৫ বছর বয়সী নগিনা এবং তার ডিম উদ্ধারের জন্য এক ভবনে পৌঁছেছেন মুড়লই। প্রথমে তিনি বাড়ির যে জায়গায় সাপের বাসা থাকার সম্ভাবনা রয়েছে, তা ভালো করে পরিষ্কার করে নেন। মাটি সরানোর পরে সাপের গর্তের মুখ দেখতে পাওয়া যায়। 

বিজ্ঞাপন

সেই গর্ততে একটি সাদা রঙের ডিম দেখতে পাওয়া যায়। সাপের ডিম দেখতে পেয়ে গর্তের মুখ প্রশস্ত করতে আবার মাটি খুঁড়তে শুরু করেন মুড়লই। এরপর সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পাওয়া যায়। ডিমগুলি একত্র করে একটি পাত্রে ভরে ফেলেন তিনি। 

বিজ্ঞাপন

এরপরে বিপজ্জনক সাপটিকে ধরার জন্য গর্তের কাছাকাছি ফের পৌঁছে যান মূরলী। বেশ কিছুক্ষণের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের পরে নাগিনীর দেখা পান মূরলী। 

প্রথম দর্শনে সাপটি হিংস্র রূপ ধারণ করে। কিন্তু দক্ষ হাতে তাকে গর্ত থেকে বের করে আনতে সফল হন মূরলী। উদ্ধার করার পর যে পাত্রে ডিম রাখা হয়েছিল, সেখানেই সাপটিকে তিনি ভরে ফেলেন। এই দৃশ্যের সঙ্গেই শেষ হয়েছে ৯০ সেকেন্ড দীর্ঘ ভিডিয়ো ক্লিপটি। সাপটির বয়স ২৫ বছর হবে বলে মন্তব্য করেছেন মূরলী।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |