ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জুলাইয়ের এত এত মেয়েরা কই গেল, প্রশ্ন তাজনূভা জাবীনের

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৪:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে যোগ দেওয়া শত শত মেয়ে গেল কোথায়—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এ প্রশ্ন তোলেন তিনি। 

মূলত, সাইবার আক্রমণ করে নারীদের কোনোভাবেই সামনে আসতে দেওয়া হচ্ছে না, বরাবরই এমন অভিমত প্রকাশ করে আসছিলেন ডা. তাজনূভা জাবীন। এবার নিজের অভিমতের স্বপক্ষে শ্রীলঙ্কার রাজনীতির একটি সূচকসহ আর্টিকেল শেয়ার করলেন তিনি। 

বিজ্ঞাপন

সেখানে জাবীন লিখেছেন, এই লেখাটা সকাল থেকে ২-৩ জন পাঠাল। মহিও হাসপাতালের জন্য বাসা থেকে বের হতে হতে বলছিল এটা পড়তে। বাংলাদেশ জন্মের পর থেকে তো অবশ্যই, অভ্যুত্থানের পরও নারীদের রাজনীতিতে বাধা-প্রতিবন্ধকতার শেষ নাই।

তিনি আরও লিখেছেন, মিথ্যাচার, সাইবার আক্রমণ তো আছেই মেয়েদের থামানোর জন‍্য, অন‍্যতম আরেকটা বাধা হলো গোষ্ঠী স্বার্থ, স্বজনপ্রীতি। যে নেপোটিজমের বিরুদ্ধে কথা বলে, সে-ই নেপোটিজমের কোলে বসে আছে।

প্রশ্ন রেখে তাজনূভা জাবীন লিখেছেন, জুলাইয়ের এত এত মেয়েরা কই গেল? এর উত্তর আমি এখন যেন সবচেয়ে বেশি খুঁজে পাই।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, সাম‍্যর মৃত্যু যতটা সরব, ইপ্সিতা ততটা নীরব। 

বিজ্ঞাপন

ককটেল বিস্ফোরণ যতটা রাজনৈতিক আর আলোচিত, সাইবার আক্রমণ ততটাই অরাজনৈতিক আর উপেক্ষিত উল্লেখ করে এই এনসিপি নেত্রী লিখেছেন, নদী যেমন গিয়ে সাগরে মেশে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত শেষমেশ গিয়ে পতনেই মিলবে। যত গোপন সমীকরণই থাকুক। তাই টিকে থাকতে হলে নতুন ভাবেন।

আরটিভি/আইএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |