ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ড. ইউনূসের জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকের হৃদয়ছোঁয়া বার্তা 

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:৫৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) প্রথম প্রহরে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

মুশফিকুল ফজল লিখেছেন, বর্তমানকে যিনি গড়ে তুলছেন এবং ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে— আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ড. ইউনূসের দূরদৃষ্টি জাগায় আশার আলো ও শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।

মুশফিকুল ফজল আনসারীর মতো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ফেসবুকে ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লিখেছেন, শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে  তিনি জন্মগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

এই দিনে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বহু ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |