ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

নিষিদ্ধ অনলাইন জুয়ায় বিদেশে টাকা পাচার

জুবায়ের সানি, আরটিভি নিউজ

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ০৫:৫৮ পিএম


loading/img
নিষিদ্ধ অনলাইন জুয়ায় বিদেশে টাকা পাচার

ব্যবহারকারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয় লোকাল এজেন্টকে। তার কাছ থেকে মাস্টার এজেন্ট। পরে সুপার এজেন্টের হাত হয়ে টাকা চলে যায় দেশের বাইরে থাকা সুপার অ্যাডমিনের কাছে। অনলাইন জুয়ার নেশায় মত্ত হয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন ব্যবহারকারীরা। এমন একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

নাইন উইকেটস ডট কম, বেট থ্রি সিক্সটি ফাইভসহ আরও নানান মাধ্যমে বসে অনলাইন জুয়ার আসর। ইমেইল দিয়ে নিবন্ধনে করে তারপর শুরু হয় জুয়া। অনলাইন জুয়াচক্রের তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা জানতে পেরেছেন তাদের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে। জুয়ার রাজ্যে এরা কেউ মাস্টার এজেন্ট, কেউ সুপার কারও পরিচয় লোকাল এজেন্ট হিসেবে। 

জুয়া খেলতে লাগে পিবিইউ বা পার বেটিং ইউনিট। যার এক ইউনিটের দাম একশ টাকা। ব্যবহারকারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয় লোকাল এজেন্টকে। তার কাছ থেকে পায় মাস্টার এজেন্ট। তারপর সুপার এজেন্টের হাত হয়ে টাকা পাচার হয় দেশের বাইরের থাকা সুপার অ্যাডমিনের কাছে। ফিরতি পথে পিবিইউ পৌঁছায় ব্যবহারকারী হাতে।

বিজ্ঞাপন

যোগাযোগ চলে বিদেশি নম্বরের হোয়াটস্যাপে। পুলিশ বলছে, ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ। ছড়িয়ে গেছে মফস্বলেও। ধরা পড়া চক্রটির মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা।
ইজে/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |