পাকিস্তান সুপার লিগে দল পাওয়ার পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।
পিএসএলের ড্রাফট থেকে পেশোয়ার জালমি ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে বশকে দলে ভেড়ান। এরপর লিজাড উইলিয়ামস ইনজুরিতে পড়লে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান তিনি। সুযোগ পেয়েই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন বশ।
এর কারণে বশকে আইনি নোটিশও পাঠায় পিসিবি। শেষ পর্যন্ত এই ঘটনার জন্য বশকে পিএসএল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘বশকে ২০২৬ সালের ১১তম আসরে নিষিদ্ধ করা হয়েছে।’
পিএসএলে নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়ে বশ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশোয়ার জালমির ভক্ত এবং ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
শাস্তি মেনে নিয়ে তিনি আরও বলেন, ‘পিএসএল একটি বড় টুর্নামেন্ট। আমার সিদ্ধান্তে যে হতাশা তৈরি হয়েছে, সেটা উপলব্ধি করতে পেরেছি। পেশোয়ার জালমির অনুগত সমর্থকদের হতাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আর্থিক জরিমানা ও নির্বাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। এটা আমার কাছে একটা বড় শিক্ষা। আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যম ও ভক্তদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার আশা রাখি।’
উল্লেখ্য, ৩০ বছরের কর্বিন দেশের হয়ে একটি টেস্ট এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। বিভিন্ন টি-টোয়েন্টি লিগ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলে ৫৯টি উইকেট তুলে নিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে করেছেন ৬৬৩ রান। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের দলে ছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত আইপিএলের হয়ে মাঠে নামা হয়নি কর্বিন বশের।
আরটিভি/এসকে/এআর