ভাইরাল হতেই হাঁস নিয়ে খাবার ডেলিভারি
সবার জীবনে একটু মজা দরকার—আর মজার মানে যদি হয় এক হাঁসের সঙ্গে মোটরসাইকেলে ডেলিভারি করা, তবে কেমন মজা হবে বলুন তো? অবাক লাগছে? এই ব্যক্তি ঠিক এমনটাই করছেন! তিনি রাস্তায় মোটরসাইকেলে খাবার ডেলিভারি করছেন, আর পেছনে বসে আছে হাঁস, যার নাম কুওয়াক কুওয়াক। হাঁস আর মানুষের এই অদ্ভুত জুটি শহরের রাস্তা ঘুরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে খাবার। কিন্তু হয়ত ভাবছেন এ আর এমন কি?
খাবার ডেলিভারি তো অনেকেই করেন, কিন্তু এই ব্যাক্তি সেই সাধারণ কাজকেই অসাধারণ করতে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন হাঁস। শুরুতে একটি হাঁস থাকলেও পরে তিনি আরও একটি হাঁস যোগ করেছেন যার নাম কিক কিক! কুওয়াক কুওয়াক ও কিক কিককে নিয়ে তারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি বনে গেছেন। আর এতে বেড়েছে তার ডেলিভারির সংখ্যাও।
এই গল্পটি ফিলিপাইনের। এখানে ডেলিভারি ড্রাইভার ক্রিশ্চিয়ান নাভারো লাকসন ক্রিশ্চিয়ান আর তার হাঁস কুওয়াক কুওয়াক মিলে শহরের রাস্তায় ঘুরে ঘুরে খাবার পৌঁছে দেয়। মজার বিষয় হলো, তারা দুজনেই এক রকম পোশাক পরে ডেলিভারি করতে বের হয়! মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছে দেওয়ার সময় তারা শুধু খাবার নয়, অসংখ্য মানুষের মনও জয় করে।
ভিডিওতে দেখা যায়, কখনো রাস্তায়, কখনো তারা শপিং মলে হাঁটছে, ডেলিভারি দিচ্ছে, আর আশেপাশের মানুষ মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, আবার কেউ কেউ এসে সেলফিও তোলেন। আর তার এমন কান্ড রীতিমত তাকে জনপ্রিয় তুলেছে। এছাড়া এই হাঁসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিও প্রকাশ করলেও মূহুর্তে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ভিডিও দেখেন।
ক্রিশ্চিয়ান জানান, আমার পরিকল্পনা ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করা। আমরা যখন শপিংমলে ঢুকি, সবাই আমাদের দেখে হাসে। এটা আমাকে খুব আনন্দ দেয়, মন শান্ত করে, আর একটা ভালো অনুভূতি দেয়।
তিনি জানান, তিনি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন। এমনকি তিনি প্রথমে একটি ছাগল নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু শেষে কুওয়াক কুওয়াকের মতো একটি হাঁসকেই বেছে নিলেন, যেটি আরও বেশি অসাধারণ। হাঁসকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ থাকলেও, ক্রিশ্চিয়ান কুওয়াক কুওয়াকের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।
আরটিভি/এফআই
মন্তব্য করুন