এখানকার অলিগলিতে কেবল যেন বানরের রাজত্ব

কানিজ ফাতেমা শিমু

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ১২:০৮ পিএম


কেউ জানালার কার্নিশে আর কেউ গাছের মগডালে, আবার কেউ ব্যস্ত প্রধান ফটক পাহারায়। অলিগলিতে যেন কেবল বানরের রাজত্ব! মজার ব্যাপার হলো কিছু বানর তো এখন রীতিমতো সেলিব্রেটি! মানুষের ভিড় জমছে তাদের সঙ্গে সেলফি তুলতে। ধামরাইয়ের পথে হাঁটলে চোখে পড়বে বানরের এমন লাফিয়ে বেড়ানোর দৃশ্য। 

বিজ্ঞাপন

ধামরাইয়ে বানরের বসবাসের ইতিহাস দীর্ঘ। একসময় পৌর শহরজুড়ে এদের অবাধ বিচরণ ছিল। মানুষের ঘরের ছাদ থেকে শুরু করে টিনের চাল আর গাছের ডালে ছিল তাদের জায়গা। স্থানীয়রা বলছেন, একসময় এই এলাকায় সহস্রাধিক বানরের দেখা মিলত। কিন্তু আজ, সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪০০-তে।

গাছপালা কমে যাওয়ায় বানররা এখন বাসা-বাড়িতে হানা দিচ্ছে। খাবারের অভাবে তারা মানুষের ফলের গাছ, ফসল এমনকি ঘরের খাবারও লুট করে নিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, এই বানরদের বাঁচাতে প্রয়োজন সঠিক ব্যবস্থা। সামাজিক বনায়নের মাধ্যমে তাদের জন্য বাসস্থান তৈরি করা আর খাবারের ব্যবস্থা করা গেলে তারা হয়তো টিকে থাকতে পারবে।
 
সামাজিক বনায়ন ও খাদ্য সরবরাহের মাধ্যমে বানরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করছেন বন কর্মকর্তা। 

তবে বানরের সংখ্যা আগের তুলনায় কমলেও সম্প্রতি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে দাবি উপজেলা প্রশাসনের।

মানুষ এবং প্রকৃতির এই সহাবস্থান যেন টিকে থাকে, সেজন্য ঐতিহ্যবাহী এ বানর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

বিজ্ঞাপন

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission