হেলিকপ্টারে বিয়ে, ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করলেন বড় ভাই
সিনেমার গল্পের মতোই বড় ভাই পূরণ করলেন ছোট ভাইয়ের স্বপ্ন। আদরের ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বিয়েটা হবে একদম রাজকীয়ভাবে। সিনেমার মতো হেলিকপ্টারে চড়ে পৌঁছাবেন কনের বাড়িতে। আর সেই স্বপ্নকে সত্যি করতে বড় ভাই এগিয়ে এলেন যেন তিনটি ইচ্ছে পূরণ করা জিনের মতো। ছোট ভাইকে হাতি-ঘোড়ায় নয়, হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে গেলেন বিয়ের অনুষ্ঠানে।
জীবনের প্রতিটি পদক্ষেপে একজন ভাই ঠিক যেন বিনা পরিশ্রমে পাওয়া এক উপহার। যে সবসময় পাশে থাকে, যেকোনো কঠিন সময়ে হাত ধরে। ঠিক এমনই সম্পর্ক হলো ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকার কাজী ফরহাদ ও তার ছোট ভাই কাজী আরাফাতের।
ব্রাহ্মণবাড়িয়ার নসু কাজীর দ্বিতীয় ছেলে কাজী আরাফাত রাজকীয় পোশাক পরে হেলিকপ্টারে চড়ে গেলেন বিয়ের অনুষ্ঠানে। গন্তব্য ছিল বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রাম। কনে বুশরা মহেশপুর গ্রামের হোসাইনের মেয়ে, তাকে আনতেই এই রাজকীয় শোভাযাত্রার আয়োজন।
হেলিকপ্টার যখন কনের বাড়ির আকাশে দেখা যায়, পুরো এলাকা যেন উত্সবের রঙে মেতে ওঠে। শত শত মানুষ ভিড় জমায় সেই হেলিকপ্টার দেখার জন্য। স্থানীয় মানুষের চোখে মুখে ছিল বিস্ময়ের ছাপ, আর শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ভিড় সামলানোর জন্য সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।
বড় ভাই কাজী ফরহাদ ও তার পরিবারের লোকজন, আত্মীয়স্বজন সবাই এই আয়োজন নিয়ে ছিলেন ভীষণ খুশি। ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরে ফরহাদ জানালেন, পরিবারের মধ্যে এমন আনন্দঘন মুহূর্ত তাদের সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
এটাই হয়তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক। স্বপ্ন তখনই সত্যি হয়ে ওঠে, যখন তা পূরণে পাশে থাকে পরিবার ও প্রিয়জনদের নিঃস্বার্থ সমর্থন।
আরটিভি/জেএম-টি
মন্তব্য করুন