ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিসিবি কার্যালয়ে শোভা পাচ্ছে ‘মুজিব কর্নার’

আরটিভি নিউজ

রোববার, ১৬ আগস্ট ২০২০ , ০১:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাকে ভালোবাসতে লাগে না কোনো দল, কোনো শর্ত। ১৫ আগস্টের কাল রাতে নৃশংসতা চালিয়ে হত্যা করা হয় বঙ্গবন্ধু পরিবারকে।

বিজ্ঞাপন

শনিবার ছিল বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। এদিন বেশ কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তথা মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে।

এত কিছুর ভেতরেও যেখানে চোখ আঁটকে যাবে সেখানে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক তর্জনী উঁচানো ছবি। যেটার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে। রয়েছে নানা বিশেষণে বিশেষায়িত জাতির পিতার বিভিন্ন নাম।

বিজ্ঞাপন

আছে বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন, ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ দলের ট্রফির ছবি।

এনিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুজিব কর্নার আগেই করা হয়েছে। এটা গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করা হয়েছিল। ১৫ আগস্ট বিসিবি সভাপতি এটা দেখেছেন।’

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |