• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কোচ হয়ে পাকিস্তান ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ ইউসুফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২০, ১৭:৩৫
Md. Returned to Pakistan cricket as a coach. Yusuf
মোহাম্মদ ইউসুফ

অবসরের পর দীর্ঘ সময় ধরে ছিলেন ক্রিকেটের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেট প্রায় এক দশক আগে অবসর নেয়া মোহাম্মদ ইউসুফ ওয়ানডেতে ৯ হাজার ৭২০ ও টেস্টে ৭ হাজার ৫৩০ রানের মালিক।

এই লম্বা সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন হয়তো সঠিক সময়ের অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান হলো।

পাকিস্তান হাই-পারফর্মেন্স দলের ব্যাটিং কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।

‘আমি মনে করি, এই পেশায় আসার জন্য এটাই সঠিক সময় আমার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া এই সূযোগে আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পাকিস্তান ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ও শক্তিশালী যুগের অংশ হিসেবে যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি, তা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সহায়তা করতে পারব।’

শুধু মোহাম্মদ ইউসুফ নন, হাই পারফরম্যান্স সেন্টারের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন এক সময় বল হাতে গতির ঝড় তোলা মোহাম্মদ জাহিদ। এছাড়া এসেছে আরও কিছু রদবদল। দেশটির ঘরোয়া ক্রিকেটের কোচিং প্যানেলের ১৬ জন হারিয়েছেন চাকরি। নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ফয়সাল ইকবাল ও শহিদ আনোয়ার, আব্দুর রাজ্জাক, বাসিত আলিকে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ দলের সবাই করোনা নেগেটিভ

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বাবর আজমের
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা
পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে ওয়াকার ইউনিস