ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্বে হাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ , ০৫:১৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের পরিচালক হবার পর এবার দলটির প্রধান কোচের দায়িত্বও পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে দলের পরিচালকের পাশাপাশি প্রধান কোচ হিসেবেও কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দেবে পিসিবি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একত্রে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সাবেক এই অলরাউন্ডার।

দুই বছর আগেই পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩ বছর বয়সী হাফিজ। কোচিংয়ে আগের কোনো অভিজ্ঞতা নেই তার। কিন্তু পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টের দাবি, দলের পরিচালক ও প্রধান কোচের জন্য দুটি আলাদা পদের প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে ইতোমধ্যেই দলের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। টেস্ট ফরম্যাটের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ ও টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান দলের পুরো কোচিং প্যানেলেও ব্যাপক রদবদল হয়েছে। পরিচালকের পদ থেকে মিকি আর্থারকে সরিয়ে আগেই হাফিজকে দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপে প্রধান কোচ থাকা গ্রান্ট ব্র্যাডবার্নের জায়গাতেও বসেছেন হাফিজ।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট ৩ হাজার ৬৫২ রান ও ৫৩ উইকেট, ২১৮ ওয়ানডেতে ৬ হাজার ৬১৪ রান ও ১৩৯ উইকেট এবং ১১৯টি টি-টোয়েন্টিতে ২ হাজার ৫১৪ রান ও ৬১ উইকেট শিকার করেন হাফিজ। ২০২১ সাল থেকে জাতীয় দলের হয়ে না খেললেও চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন ক্রিকেটে খেলেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |