বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের ২১ সদস্যের প্যানেল ঘোষণা

আরটিভি নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ০৫:১৮ পিএম


bangladesh football federation election 2020
ছবি: আরটিভি নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সম্মিলিত পরিষদ নামে ২১ জনের প্যানেল ঘোষণা করেছেন বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বিজ্ঞাপন

সোমবার মতিঝিলে ফেডারেশন ভবনে মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন এই প্যানেল ঘোষণা করেন তিনি।

প্যানেলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে থাকছেন আবদুস সালাম মুর্শেদী। সহ-সভাপতি পদে নির্বাচন করবেন কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূইয়া (মানিক) ও ইমরুল হাসান।

বিজ্ঞাপন

সম্মিলিত পরিষদ প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন, হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু ও নুরুল ইসলাম (নুরু)।

ওয়াই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission