ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ভোট গণনার সময় প্রবেশ করতে দেয়া হয়নি মানিককে

আরটিভি নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ , ০৬:৪৪ পিএম


loading/img
শফিকুল ইসলাম মানিক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ভোট গণনার সময় সভাপতি প্রার্থী মানিককে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি শফিকুল ইসলাম মানিককে। তিনি নিজেই সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ডেলিগেট না হওয়ায় নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের সময় শফিকুল ইসলাম মানিক কেন্দ্রে প্রবেশে বাধা ছিল। তবে ভোট গণনার সময় তিনি প্রবেশ করতে পারতেন। যদিও তাকে প্রবেশ করতে দেয়া হয়নি।

বিজ্ঞাপন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ মানিক বলেন, নির্বাহী কমিটির সদস্য ও ডেলিগেট না হওয়ায় আমার প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, তা আমি মেনেছি। তবে এখন ভোট শেষ। গণনা চলছে, তবু আমি প্রবেশ করতে পারিনি। যা আচরণবিধি লংঘন।

তিনি বলেন, আমি নির্বাচিত না হলেও চাই পরির্বতন আসুক। তবে বর্তমান সভাপতি আবার ক্ষমতায় আসলে ফুটবল থাকবে না মরে যাবে।

আরও পড়ুনঃ সেঞ্চুরি নয়, মুমিনুলের লক্ষ ছিল দিনভর ব্যাটিং করা

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |