দুইদিনের দ্বিতীয় অনুশীলন ম্যাচের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২০ , ০৫:০৯ পিএম


Team announcement of second practice match of two days
ছবি- বিবিসি

দীর্ঘ সাত মাস বিরতির পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা সুযোগ পায় ম্যাচ খেলার। যদিও সেটা নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় দুটি দুইদিনের ) ৩টি একদিনের ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ম্যাচে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম দারুণ পারফর্ম করেন বল হাতে। দুজনেই নেন ৩টি করে উইকেট। ব্যাট হাতে মুমিনুল হকও পান শতরানের দেখা।

বিজ্ঞাপন

একদিন বিরতি শেষে আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তামিম ইকবাল না খেললেও এই ম্যাচে আছেন রায়ান কুক একাদশে।

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: তামিম ইকবাল, ইয়াসির আলী, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল আমীন।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.