• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২০, ০৮:৫০
MESSI BARCELONA KOEMAN,  team news
ছবি- সংগৃহীত

অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা। রিয়াল বেটিসকে উড়িয়ে দিলো ৫-২ ব্যবধানে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

টানা চার ম্যাচে জয়হীন বার্সা ঘরের মাঠে শনিবার শুরু থেকেই ছিল গোলের ক্ষুধায় মরিয়া।

২২ মিনিটে আতোঁয়া গ্রিজমানের বাড়ানো বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন উসমানে ডেম্বেলে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বেটিসকে সমতায় ফেরান সানাব্রিয়া। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন অধিনায়ক মেসি। এরপরই পাল্টিয়ে যায় খেলার দৃশ্যপট।

৪৯ মিনিটে গ্রিজমানের গোলে আবার এগিয়ে যায় বার্সা। জর্দি আলবার পাসে গোল এলেও এই গোলে মেসির অবদান রয়েছে। আর্জেন্টাইন মহাতারকা প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল ছেড়ে দিলে গোল তুলে নেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজমান।

৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লিও মেসি। ৭৩ বেটিসের পক্ষে ব্যবধান কমান লরেন মরন। তবে শেষ দিকে মেসি ও পেদ্রির গোলে বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।

রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা