কাতারের বিপক্ষে বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ। বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ আর্মি ফুটবল টিম। এদিন সকালে দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন কাতারের উদ্দেশ্যর ঢাকা ছাড়বেন।
কাতারের রাজধানী দোহার আল আজিজিয়া বুটিক (সুপার ক্লাব) দ্বিতীয় ভেন্যুতে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচকে সামনে রেখে করে মঙ্গলবার সকাল থেকে অনুশীন করেছে জামাল ভূঁইয়ারা। অ্যাসপিয়ার ফুটবল অ্যাকাডেমিতে জিম সেশনও করেছে সফরকারীরা।
আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচটি খেলতে ২৭ সদস্যের দল ঘোষণা হয়েছিল। যেখানে ইনজুরির কারণে ছিটকে পড়েন নাবীব নেওয়াজ জীবন। ঢাকা আবাহনীর এই তারকা ইনজু্রি কাটিয়ে উঠেছেন, তাই বুধবার ঢাকা ছাড়ছেন তিনি।
জীবন বলেন, ভিডিও বার্তার মাধ্যমে টিম ম্যানেজমেন্ট আমাকে বেশ কিছু সেশন দিয়েছিল। যা বাসায় থেকেই পালন করেছি এবং সফল হয়েছি। পরীক্ষাও করানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এখন ফিট। তাই বুধবার সকালে কাতারের বিমান ধরবো।
ওয়াই/