ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

উইকেট বিলিয়ে এলেন সৌম্য-ইমরুল, শুরুতেই চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ১২:৫৩ পিএম


loading/img

নিজেদের শততম টেস্টে ১৯১ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র ২২ রানে ২ হারিয়ে ফেলেছে টাইগাররা।

বিজ্ঞাপন

ঐতিহাসিক টেস্টে জয়ের মিশনে খেলতে নেমে  শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে থারাঙ্গাকে ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে আসেন সৌম্য সরকার (১০)।  হেরাথের পরের বলেই স্লিপে গুণারত্নকে ক্যাচ দিয়ে একই পথে হাঁটেন ইমরুল কায়েস (০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশের স্মরণীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩১৯ রান করে শ্রীলঙ্কা। এতে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৯১ রান। 

আগের দিনের ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। শুরুটাও দুর্দান্ত করে লঙ্কানরা। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে লিড বাড়াতে থাকেন দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল। টাইগারদের দ্রুত উইকেট তোলার মিশনে বাধা হয়ে দাঁড়ান তারা। তবে তাদের লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩১৮ রানে শুভাশিস রায় ও মেহেদী হাসান মিরাজের যৌথ প্রচেষ্টায় সাজঘরে ফেরেন পেরেরা। তার আগে লাকমলের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। যা শ্রীলঙ্কাকে লড়াকু পুঁজি এনে দেয়। তিনি করেন ১৭৪ বলে ৬ চারে লড়াক ৫০ রান।

বাংলাদেশকে ভুগিয়ে পেরেরা সাজঘরে ফেরার পর স্থায়ী হতে পারেননি সুরঙ্গা লাকমলও। স্কোর বোর্ডে আর মাত্র ১ রান যোগ হতেই ফিরে যান তিনি। শেষ পর্যায়ে লং শট খেলতে গিয়ে সাকিবের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সংগ্রাম চালিয়ে যাওয়া এ ব্যাটসম্যান। তিনি করেন ক্যারিয়ার সেরা ৪২ রান।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |