মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় তুলে নিয়েছে আবাহনী। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে ০-৩ গোলে হারিয়েছে ধানমন্ডির দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
'ডি' গ্রুপের ম্যাচে আকাশি-হলুদের হয়ে জোড়া গোল করেন জুয়েল রানা। একটি গোল আদায় করেন মাসিহ সাইঘানি।
প্রথমার্ধে আফগানিস্তানের ডিফেন্ডার সাইঘনির গোলে এগিয়ে যায় আবাহনী। বিরতিতে যাবার আগে হেড দিয়ে গোল করে ব্যবধান বাড়ান মিডফিল্ডার জুয়েল।
দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন জুয়েল।
গ্রুপ পর্বে ২৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। অন্যদিকে ৩০ ডিসেম্বর মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে আবাহনী।
ওয়াই/এমকে