সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিন টেস্ট না খেলেই দেশে ফিরেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হারের বোঝা মাথায় নিয়েই ফিরতে হয় অধিনায়ককে। তবে দ্বিতীয় ম্যাচ জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
দল জিতলেও পেসার উমেশ যাদব চোটে পড়ে ছিটকে গেছেন দল থেকে তবে যাদবই দিলেন সুখবর। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী তানিয়া। বছরের প্রথম দিনে এমন একটা সুখবর পেলে যাদব।
দেশে ফেরার আগে অস্ট্রেলিয়া থেকে মেয়েকে ওয়েলকাম জানিয়েছেন টুইট বার্তায়।
উমেশের কন্যাকে শুভ কামনা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে করা টুইটে লেখা হয়েছে, উমেশ যাদবের কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাকে শুভকামনা। সেইসঙ্গে তিনি দ্রুত চোট সারিয়ে উঠবেন বলেও কামনা করছি। আশা করছি, খুবই শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।
দল থেকে ছিটকে পড়ায় উমেশ হয়তো খুব দ্রুতই দেখতে পাবেন কন্যার মুখ। উল্লেখ্য, খুব শীঘ্রই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা তাদের প্রথম সন্তানের জন্ম দেবেন।
এমআর/