২২ গজে গুরু শচিনের অবদান যে কত তা ক্রিকেট প্রেমীদের ভালো করেই জানা। দীর্ঘ ২৪ বছর অসংখ্য রেকর্ড গড়েছেন। যদিও একটি বিশ্বকাপ ছিল পাওনা ২০০৩ সালে খুব কাছে গিয়েও তা পাওয়া হয়নি মাস্টার ব্লাস্টার খ্যাত এই ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল ভারতকে। অবশেষে ২০১১ সালে ঘরের মাঠে সোনালী ট্রফি হাতে নিতে সক্ষম হন শচিন। যার পেছনে বড় অবদান ছিল যুবরাজের। মাঠ থেকে বিদায় নেয়া সাবেক দুই সতীর্থ মিলে নতুন জুটি গড়েছেন।
যুবরাজের সিংয়ের সঙ্গে শচিন টেল্ডুলকারের সম্পর্কটা গুরু-শিষ্যর মতো। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে প্রকাশ্যে শচিনের দুই পা ছুঁয়ে তার প্রমাণও দিয়েছেন যুবরাজ।
দুইজনের নামের সঙ্গে এখন অবসরপ্রাপ্ত ক্রিকেটারের তকমা রয়েছে। হাতে সময় আর সময়। তাই ফলে গলফ মাঠে জুটি বেধেছেন দুইজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবরাজের সঙ্গে ছবি প্রকাশ করেছেন শচিন। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন ‘ক্রিকেট থেকে গলফ, একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা, যুবি!’
ওই পোস্টে যুবরাজ মজার করে লিখেছেন, ‘যেখানে গুরু, সেখানেই পাওয়া যাবে শিষ্যকেও।’
ওয়াই